প্রশ্ন: পানির সংকেত কী?
উ: H₂O।
প্রশ্ন: পানি কিসের সমন্বয়ে গঠিত?
উ: হাইড্রোজেন ও অক্সিজেন।
প্রশ্ন: ভারী পানির সংকেত কী?
উ: D20।
প্রশ্ন: পানি সম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Water Resources.
প্রশ্ন: পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO)-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৯৮৩ সালে।
প্রশ্ন: WARPO (ওয়ারপো)-এর পূর্ণরূপ কি?
উত্তর: Water Resources Planning Organization.
প্রশ্ন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BAWDB)-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৯৫৯ সালে।
প্রশ্ন: BAWDB-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Water Development Board.
প্রশ্ন: Institute of Water Modelling (IWM)- এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৯৯৬ সালে।
প্রশ্ন: পানির pH মান বলতে কি বোঝায়?
উত্তর: পানির ক্ষারত্ব।
প্রশ্ন: 'ওয়ারপো' কী?
উ: জাতীয় পানি পরিকল্পনা সংস্থা।
প্রশ্ন: বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
উ: ভিটামিন B।
প্রশ্ন: বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উ: ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশ ভারত পানি চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়?
উ: ৩০ বছরের জন্য।
প্রশ্ন: পানি চুক্তি কয়টি ভাষায় সম্পাদিত হয়?
উ: ৩টি। যথা: বাংলা, হিন্দি ও ইংরেজি।
প্রশ্ন: বাংলাদেশের ভূ-অভ্যন্তরে পানি ব্যবহারের ক্ষতিকর প্রভাব কী?
উ: আর্সেনিক দূষণ।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: কাপ্তাই, রাঙামাটি।
প্রশ্ন: কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?
উত্তর: ১৯৬২ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম পানি শোধনাগার চাঁদনীঘাট কোথায় অবস্থিত?
উত্তর: লালবাগ, ঢাকা।
প্রশ্ন: চাঁদনীঘাট পানি শোধনাগার কবে স্থাপিত হয়?
উত্তর: ১৮৭৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার সায়েদাবাদে।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে কবে?
উ: ১৯৯৩ সালে।
প্রশ্ন: আর্সেনিকের সংকেত কী?
উ: AS
প্রশ্ন: আর্সেনিকের পারমাণবিক ভর কত?
উ: ৩৩।
প্রশ্ন: বাংলাদেশে কোন জেলা সর্বাধিক আর্সেনিক আক্রান্ত?
উ: চাঁদপুর জেলা।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে কোন জেলায়?
উ: চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের কয়টি জেলা আর্সেনিক আক্রান্ত?
উ: ৬১টি।
প্রশ্ন: WHO-এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
উ: ০.০৫ মিলিগ্রাম/লিটার।
প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত?
উ: ১০১ মিলিগ্রাম/লিটার।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়?
উ: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রশ্ন: আর্সেনিক কত প্রকার ও কী কী?
উ: ২ প্রকার। যথা-(১) জৈব আর্সেনিক (২) অজৈব আর্সেনিক।
প্রশ্ন: আর্সেনিক দূষণের প্রধান কারণ কী?
উ: ভূ-তাত্ত্বিক।